হাইকোর্টের রায়: চাকরিতে ফিরছেন দুদকের বরখাস্ত উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন

sharif uddin job reinstated high court

আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রায়ে বলা হয়েছে, রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে সব সুযোগ-সুবিধা দিয়ে চাকরিতে ফিরিয়ে নিতে হবে।

বুধবার (৯ জুলাই) বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালত তার পক্ষে জারি করা রুল নিষ্পত্তি করে এই নির্দেশ দেন।

রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় শরীফ উদ্দিন বলেন, “তিন বছরের আইনি লড়াই শেষে ন্যায়বিচার পেয়েছি। আমি তিনবার ‘আলহামদুলিল্লাহ’ বলেছি, আল্লাহর শুকরিয়া আদায় করেছি। ৫ আগস্টের গণঅভ্যুত্থান না হলে হয়তো এই রায় পেতাম না।”

তিনি আরও বলেন, “চাকরি হারিয়ে অনেক কষ্ট করেছি, পরিবার নিয়ে মানবেতর জীবন কেটেছে। আজ এই রায়ের মাধ্যমে সব দুঃখ কষ্ট মুছে গেল। এখন আর কোনো দুঃখ নেই।”

শরীফ উদ্দিনের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক থেকে শরীফ উদ্দিনকে বরখাস্ত করা হয়। দুদকের তৎকালীন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে তার অপসারণের কথা জানানো হয়। পরে ১৩ মার্চ শরীফ উদ্দিন হাইকোর্টে রিট করেন চাকরি ফিরে পেতে।