সাকিবের অলরাউন্ড জাদুতে দুবাইয়ের দাপুটে জয়

Shakib Al Hasan Global Super League

টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে ব্যাটিং ভুলে গেছেন কিনা—এমন আলোচনা চলছিল সামাজিক যোগাযোগমাধ্যমেও। তবে গ্লোবাল সুপার লিগে নিজের প্রথম ম্যাচেই সব সমালোচনার জবাব দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ব্যাটে ঝলক, বলে জাদু—দুয়ের মিশেলে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন সাকিব।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন সাকিব। এরপর বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। তার এই অলরাউন্ড নৈপুণ্যে ২২ রানের জয় পায় দুবাই ক্যাপিটালস।

ব্যাটিংয়ে নামার পর শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকায় ছিলেন সাকিব। কেশব মহারাজের চোটে শেষ মুহূর্তে দলে ঢুকে দুর্দান্ত সুযোগ কাজে লাগান তিনি। ১০ ইনিংস পর স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটি করেন এই বাঁহাতি ব্যাটার।

এরপর বল হাতে প্রথম ওভারেই এক মেইডেনে তুলে নেন ২ উইকেট। ম্যাচ শেষে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৭তম বার ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব। এই সংস্করণে তার উইকেট সংখ্যা এখন ৪৯৭—মাত্র ৩ উইকেট দূরে ৫০০ উইকেটের মাইলফলক।

২০১৩ সালের পর এই প্রথম এক ম্যাচে ফিফটি ও অন্তত ৪ উইকেট নিলেন সাকিব। ১২ বছর আগে বিজয় দিবস টি–টোয়েন্টিতে মোহামেডানের বিপক্ষে প্রাইম ব্যাংকের হয়ে করেছিলেন এমন অলরাউন্ড কীর্তি।

দুবাই ক্যাপিটালস প্রথমে ব্যাট করে ৭ উইকেটে তোলে ১৬৫ রান। আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল করেন ২৫ বলে ৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল ডিসট্রিক্টস থেমে যায় ৮ উইকেটে ১৪৩ রানে। সাকিবের চার উইকেট ছাড়াও বোলাররা সবাই রাখেন অবদান।

সাকিবের অলরাউন্ড দৃপ্তিতে জয় দিয়েই গ্লোবাল সুপার লিগ শুরু করল দুবাই ক্যাপিটালস।