শেষ মুহূর্তের নাটকীয় এক গোল! নির্ধারিত ৯০ মিনিটে সমতা, অতিরিক্ত সময়েরও ইনজুরি মিনিটে সেই গোল করে নেপালকে ৩-২ ব্যবধানে হারিয়ে উল্লাসে ভাসল বাংলাদেশ। তৃষ্ণা রাণীর অসাধারণ ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের, আর নেপালের ফুটবলাররা মাঠেই কান্নায় ভেঙে পড়েন।
প্রথমার্ধে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। ১৪ মিনিটে সাগরিকার পাস থেকে মুনকি শট নিলে গঙ্গা রোকায়া বল লাইন থেকে ক্লিয়ার করলেও ফিরতি বল জালে পাঠান শিখা। ৩৭ মিনিটে শান্তি মার্ডির ক্রস থেকে গোলরক্ষকের রক্ষিত বল ফিরিয়ে জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন সাগরিকা।
তবে দ্বিতীয়ার্ধ ছিল নাটকীয়তায় ভরপুর। ৫৪ মিনিটে হাতাহাতিতে জড়িয়ে সাগরিকা ও নেপালের এক ডিফেন্ডার সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ১০ জনের বাংলাদেশকে চাপে ফেলে নেপাল। ৭৫ মিনিটে পেনাল্টি পেয়ে গোল করে ম্যাচে ফেরে তারা। ৮৬ মিনিটে দারুণ এক আক্রমণে সমতা আনে হিমালয় কন্যারা।
কিন্তু খেলার একেবারে শেষ দৃশ্যেই বদলে যায় সবকিছু। অতিরিক্ত সময়ের ইনজুরি মিনিটে কাউন্টার অ্যাটাকে উমহেলার পাস পেয়ে বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশিং করেন তৃষ্ণা। নেপালের গোলরক্ষক ও ডিফেন্ডাররা কেবল তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি।
এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে খানিকটা এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। হাজারো দর্শকের সামনে স্বাগতিকদের এমন জয় নিয়ে মাঠ ছাড়াটা ছিল দারুণ তৃপ্তির। অন্যদিকে, শিরোপা প্রত্যাশী নেপালকে হারে পয়েন্ট খোয়াতে হলো শেষ মুহূর্তে।