অলিখিত ফাইনালে বাংলাদেশের দাপুটে জয়, সিরিজ ২-১ এ টাইগারদের

শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আজ ছিল প্রতিশোধের দিন। পাল্লেকেলেতে ওয়ানডে সিরিজে হারের পর ডাম্বুলা ও কলম্বোর টি–টোয়েন্টি সিরিজ গড়ায় অলিখিত ফাইনালে। প্রেমাদাসা স্টেডিয়ামে আজকের ম্যাচটি যে জিতবে, সিরিজ তার—এমন উত্তেজনাপূর্ণ লড়াইয়ে বাংলাদেশ ৮ উইকেটে হারাল স্বাগতিক শ্রীলঙ্কাকে।

ম্যান অব দ্য ম্যাচ মেহেদী হাসান ও তানজিদ হাসান তমিম ছিলেন এই জয়ের নায়ক। বল হাতে দুর্দান্ত মেহেদী ও ব্যাট হাতে দুরন্ত তানজিদের পারফরম্যান্সে জয় সহজ করে টাইগাররা।

প্রথম দুই ম্যাচে একাদশে না থাকা মেহেদী হাসান আজ খেললেন ক্যারিয়ার সেরা বোলিং। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। নতুন বলে শরীফুল ইসলামের সঙ্গে ইনিংসের সূচনা করে শুরুর ধাক্কা দেন। তাঁর দুরন্ত বোলিংয়ে ১৯.২ ওভারে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফিরেন ওপেনার পারভেজ হোসেন। তবে সেই ধাক্কা সামাল দেন তানজিদ হাসান তমিম ও অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন তারা। লিটনের ২৫ বলে ২৭ রানের ইনিংসের পর তাওহিদ হৃদয়কে (২৫) সঙ্গে নিয়ে তানজিদ ম্যাচ শেষ করে আসেন ১৭তম ওভারে।*

তানজিদ খেলেন ৪৭ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস, যাতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। এটি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তার সর্বোচ্চ রান।

–টোয়েন্টির সহ–অধিনায়ক থেকেও দীর্ঘ সময় একাদশের বাইরে থাকা মেহেদী হাসান আজ নিজের সামর্থ্যের পুরোটা প্রমাণ করেছেন। আর ব্যাটে ধারাবাহিকতা হারানো তানজিদও আজ ফিরেছেন আত্মবিশ্বাসে ভরপুর এক ইনিংস দিয়ে।

টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন দুজনেই। একদিকে মেহেদীর বোলিং, অন্যদিকে মোস্তাফিজ, শরীফুল, শামীম—সবাই মিলেই আজ শ্রীলঙ্কান ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন।

শ্রীলঙ্কা: ১৩২/১০ (১৯.২ ওভার)
বাংলাদেশ: ১৩৩/২ (১৬.৫ ওভার)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
সিরিজ: বাংলাদেশ ২-১ এ জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী হাসান (৪-১১)