জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৮ জুলাই) দেশের সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ নির্দেশনা দিয়েছে মোবাইল অপারেটরদের।
বিটিআরসির পক্ষ থেকে গত বুধবার সব মোবাইল অপারেটরকে জানানো হয়, ১৮ জুলাই দেশের প্রতিটি গ্রাহককে ১ জিবি ইন্টারনেট ডেটা বিনামূল্যে দিতে হবে। এই ডেটার মেয়াদ থাকছে ৫ দিন।
বিটিআরসি জানায়, অপারেটররা গ্রাহকদের ফ্রি ডেটা প্রদান সংক্রান্ত তথ্য আগেই এসএমএসের মাধ্যমে জানিয়ে দিয়েছে।
যেভাবে পাবেন ফ্রি ১ জিবি ডেটা
এই সুবিধা পেতে আজই গ্রাহকদের নির্ধারিত কোড ডায়াল করতে হবে নিজ নিজ মোবাইল ফোন থেকে। নিচে প্রতিটি অপারেটরের জন্য কোড দেওয়া হলো:
- গ্রামীণফোন: *121*1807#
- বাংলালিংক: *121*1807#
- রবি: *4*1807
- টেলিটক: *111*1807#
ডায়াল করার সঙ্গে সঙ্গেই ১ জিবি ফ্রি ডেটা অ্যাকাউন্টে যুক্ত হবে এবং ব্যবহারযোগ্য থাকবে আগামী ৫ দিন পর্যন্ত।
এই উদ্যোগকে প্রযুক্তির মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতীক হিসেবে দেখছে সরকার।