৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী

48th special bcs medical exam

দেশজুড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে এই লিখিত পরীক্ষা (এমসিকিউ পদ্ধতিতে) একযোগে নেওয়া হয়।

এ বছর পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ৪১ হাজার ২৫ জন প্রার্থী। পিএসসির তথ্যমতে, এদের মধ্য থেকে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।

পিএসসি আগেই জানিয়েছিল, এই বিশেষ বিসিএসের মোট নম্বর ৩০০। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে।

লিখিত পরীক্ষায় মেডিকেল সায়েন্স থেকে ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ের উপর ১০০ নম্বরের প্রশ্ন ছিল। সাধারণ বিষয়ের মধ্যে:

  • বাংলা: ২০ নম্বর
  • ইংরেজি: ২০ নম্বর
  • বাংলাদেশ বিষয়াবলি: ২০ নম্বর
  • আন্তর্জাতিক বিষয়াবলি: ২০ নম্বর
  • মানসিক দক্ষতা: ১০ নম্বর
  • গাণিতিক যুক্তি: ১০ নম্বর

পিএসসি সূত্রে জানা গেছে, পরীক্ষার ফলাফল প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষাও আয়োজন করা হবে।