ফ্রান্স ও স্পেনে নতুন দাবানলে বিপর্যয়, আহত দমকলকর্মী, সরানো হলো শতাধিক বাসিন্দা

france spain wildfire

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দাবানলের ভয়াবহতা আবারও নতুন মাত্রা পেয়েছে। মার্সেই শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বিস্তীর্ণ ৫৯৩ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে নতুন এক দাবানল, যা নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন অন্তত দুজন দমকলকর্মী।

শুক্রবার (১৮ জুলাই) থেকে পরিস্থিতি সামাল দিতে একযোগে কাজ করছে প্রায় এক হাজার দমকলকর্মী এবং একাধিক হেলিকপ্টার। আগুনে প্রায় ১২০টি বাড়ি হুমকির মুখে পড়ে, তবে আগ্রাসী আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে ১৫০টি বসতবাড়ি ও বনাঞ্চলের কিছু অংশ।

আঞ্চলিক দমকল বাহিনীর উপপরিচালক কর্নেল পিয়ের বেপোয়া জানান, “আমরা প্রায় ১৫০ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। ঘন উদ্ভিদ ও শুষ্ক বাতাস উদ্ধার কার্যক্রমকে অনেক জটিল করে তুলেছিল।”

এই দাবানলের এক সপ্তাহ আগেই মার্সেইয়ের আশপাশে আরেকটি দাবানল দেখা দিয়েছিল, যার ফলে আশেপাশের জনপদ থেকে লোকজনকে সরিয়ে নিতে হয় এবং স্থানীয় বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

তবে শুক্রবারের তুলনামূলকভাবে অনুকূল আবহাওয়া, যেমন তাপমাত্রা হ্রাস ও আর্দ্রতার বৃদ্ধি, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার সুযোগ দিয়েছে।

অন্যদিকে, স্পেনের টলেডো প্রদেশে বৃহস্পতিবার সন্ধ্যায় ছড়িয়ে পড়া আরেকটি দাবানল এখন পর্যন্ত প্রায় ৩,২০০ হেক্টর বনভূমি পুড়িয়ে দিয়েছে। এমনকি মাদ্রিদ শহরের কেন্দ্র থেকেও ধোঁয়ার কালো রেখা স্পষ্ট দেখা গেছে।

আঞ্চলিক জরুরি পরিষেবা সূত্র জানিয়েছে, “শুক্রবার সকালে আগুনপ্রবণ এলাকা ঘিরে ফেলা সম্ভব হলেও, তীব্র বাতাস ও তাপপ্রবাহের পূর্বাভাস পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে।”

দাবানলের কারণে জনসাধারণের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় প্রশাসন সম্ভাব্য জরুরি পরিকল্পনার প্রস্তুতি নিচ্ছে।