বক্তব্য চলাকালে অসুস্থ হয়ে পড়ে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

Jamaat Amir illness

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য রাখার সময় অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বক্তব্য শুরু করার কিছুক্ষণ পরই শারীরিকভাবে অস্বস্তি অনুভব করেন এবং দাঁড়িয়ে না থেকে বসে বক্তব্য দেন।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সমাবেশে অসুস্থতার মধ্যেও বক্তব্য চালিয়ে যান তিনি। এ সময় তিনি বলেন,
“আবু সাঈদরা বুক পেতে না দিলে এই বাংলাদেশ আমরা দেখতাম না। যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আমরা যেন তাদেরকে অবজ্ঞা না করি।”

বক্তব্যকালে তিনি আরো বলেন, “এই দেশ কোনো ব্যক্তির দয়ার দান নয়, এটা আমাদের রক্তের বিনিময়ে অর্জিত। দেশের চলমান সংকটে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।”