বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ (১৭) অব্যাহতি পেয়েছে। গত ১৫ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারায় দাখিল করা অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে এই অব্যাহতির আদেশ দেন।
ফাইয়াজকে ২০২৪ সালের ২৪ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলন চলছিল এবং যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় ফাইয়াজকে প্রধান অভিযুক্ত হিসেবে দেখানো হয়, যা নিয়ে শুরু থেকেই মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে আসছিল।
মামলার তদন্তে দেখা গেছে, ফাইয়াজের বিরুদ্ধে আনীত অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে তদন্ত কর্মকর্তারা তাকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করেন।
অব্যাহতির আদেশের পর ফাইয়াজের পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং বলেছে, একজন নির্দোষ কিশোরকে দীর্ঘ সময় কারাবন্দি রাখা ছিল অত্যন্ত হৃদয়বিদারক। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেন এমন ঘটনায় কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হন।