৯ বছরের খরা কাটিয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ: ৭ উইকেটের দাপুটে জয়

Bangladesh vs Pakistan 1st T20 2025

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের বিপক্ষে নতুন এক অধ্যায়ের সূচনা করলো বাংলাদেশ। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ৯ বছরের জয়খরা কাটালো লিটন দাসের দল।

এটি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের চতুর্থ জয়। ২০১৬ সালের পর এই প্রথমবার পাকিস্তানকে হারালো টাইগাররা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব দ্বিতীয় ওভারেই তাসকিনের বলে মোস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর একে একে ফিরেন মোহাম্মদ হারিস, অধিনায়ক সালমান আগা ও হাসান নাওয়াজ।

পাকিস্তানের ব্যাটিংয়ের হাল ধরেন একমাত্র ফখর জামান, যিনি ৩৪ বলে করেন ৪৪ রান। কিন্তু তার রানআউট হওয়ার পর ধস নামে পাকিস্তান শিবিরে। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

মোস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে গড়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ইকোনমি বোলিংয়ের রেকর্ড। তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট, এবং তার শেষ ওভারেই পাকিস্তানের শেষ তিন ব্যাটার আউট হন।
জয়ের জন্য ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতে বিপাকে পড়ে। ৭ রানের মধ্যেই ফেরেন দুই ওপেনার তামিম ও লিটন। কিন্তু এরপর পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ায় টাইগাররা।

তাদের ৭৩ রানের জুটিতে ম্যাচ চলে আসে বাংলাদেশের নিয়ন্ত্রণে। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে আউট হলেও ইমন নিজের ইনিংস শেষ করেন ৩৯ বলে ৫৬* রানে অপরাজিত থেকে। জাকের আলী অনিকও ১৫* রানে সঙ্গ দেন।