ঢাকায় এসিসির বার্ষিক সভা: অনলাইনে যোগ দিচ্ছেন বিসিসিআই প্রতিনিধি রাজীব শুক্লা

acc meeting dhaka India join online

আসন্ন এশিয়া কাপ নিয়ে বেশ কিছুদিন ধরে চলমান অনিশ্চয়তা ও আলোচনার অবসান ঘটাতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা, যা আগামীকাল ঢাকায় শুরু হতে যাচ্ছে। দু’দিনব্যাপী এই সভায় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই শেষ পর্যন্ত একজন প্রতিনিধিকে অনলাইনে পাঠাতে পারে বলে নিশ্চিত হওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা অনলাইনের মাধ্যমে সভায় অংশ নেবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের একাধিক ক্রীড়া সাংবাদিকও বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম প্রথম আলোকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন,

“ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে রাজীব শুক্লার অনলাইনে সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।”

ভারত আপত্তি তুললেও বাংলাদেশে সভা অনুষ্ঠিত হচ্ছে

প্রসঙ্গত, ঢাকায় এসিসির এই সভা আয়োজন নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিসিসিআই। এমনকি সভাটি অন্য কোনো দেশে সরিয়ে না নেওয়া হলে এ বছরের এশিয়া কাপ না হওয়ার হুমকিও দিয়েছিল তারা। তবে বাংলাদেশ সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতিতেই ভারত সভায় অংশ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

শুরুতে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান বোর্ড থেকেও সভায় যোগ না দেওয়ার খবর রটে। তবে পরবর্তীতে আফগানিস্তান ও ওমান তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মী সিলভা অসুস্থ থাকায় তিনি সভায় অনলাইনে যোগ দেবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।