ইইউতে নতুন ভ্রমণ নিয়ম: ২০২৬ সালে চালু হচ্ছে ইটিয়াস ও ইইএস, বাড়ছে খরচ ও নিরাপত্তা নজরদারি

new travel rules for uk citizens

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নতুন ভ্রমণ অনুমোদন পদ্ধতি ইটিয়াস (ETIAS) চালু করা হবে। ভিসামুক্তভাবে ইউরোপে প্রবেশ করতে ইচ্ছুক যাত্রীদের জন্য এই ই-ভিসা বাধ্যতামূলক করা হবে। এ সেবার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো, যা পূর্বে প্রস্তাবিত ৭ ইউরোর তুলনায় প্রায় তিন গুণ বেশি।

ইইউ’র মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্স বিভাগের তথ্য অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী ও ৭০ বছরের বেশি বয়সী নাগরিকরা এই ফি থেকে অব্যাহতি পাবেন। যাত্রার আগেই অনলাইনে ETIAS-এর জন্য আবেদন করতে হবে। এই সিস্টেমটি যুক্তরাজ্যের ETA-এর মতোই কাজ করবে এবং ইউরোপে স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য ভিসামুক্ত নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।

এছাড়া, একই সময়ের মধ্যে ধাপে ধাপে চালু করা হবে ইইএস (EES) বা এন্ট্রি/এগজিট সিস্টেম। এই নতুন পদ্ধতিতে অ-শেনজেন (non-Schengen) দেশের যাত্রীদের আঙুলের ছাপ ও মুখাবয়বের মতো বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে এবং তা তিন বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। তবে ১২ বছরের নিচের শিশুদের জন্য আঙুলের ছাপ দেওয়ার প্রয়োজন হবে না।

ইইইউ জানিয়েছে, এই ব্যবস্থা চালুর মূল লক্ষ্য হচ্ছে ইউরোপীয় সীমান্ত ব্যবস্থাকে আধুনিক করা, প্রবেশ নিয়ন্ত্রণে দক্ষতা বাড়ানো এবং নিরাপত্তা জোরদার করা। এতে করে পরিচয় জালিয়াতি, সন্ত্রাসবাদ এবং সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে বলে মনে করছে ইইউ। একইসঙ্গে বিদেশি নাগরিকদের অবস্থান পর্যবেক্ষণ করা এবং নির্ধারিত সময়ের বেশি থাকলে দ্রুত নজরে আনা সম্ভব হবে।

ইইএস চালু হলে তা ছয় মাসের মধ্যে ইইউ-এর সব বাহ্যিক সীমান্তে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার অংশ হিসেবে ইইউ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে করে ভ্রমণকারীদের জন্য কিছুটা ব্যয় ও প্রক্রিয়া বেড়ে যাবে।