ফ্রান্স সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে: প্রেসিডেন্ট মাখোঁ

france palestine recognition macron

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। মাখোঁ বলেন, ‘এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধ বন্ধ করা এবং নিরীহ মানুষের জীবন রক্ষা করা।’

ফরাসি প্রেসিডেন্ট আরও লেখেন, “শান্তি সম্ভব। আমাদের এখনই একটি যুদ্ধবিরতি দরকার, সব বন্দির মুক্তি ও গাজাবাসীর জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “একই সঙ্গে হামাসকে নিরস্ত্র করতে হবে, গাজাকে নিরাপদ রাখতে হবে এবং সেখানকার পুনর্গঠন শুরু করতে হবে। নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে এবং তার স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।”

মাখোঁ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্ত হিসেবে বলেন, “ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে এবং ইসরায়েলকে পূর্ণ স্বীকৃতি দিতে হবে। এ পদক্ষেপই এই অঞ্চলের সবার নিরাপত্তা নিশ্চিত করবে।”

তিনি আরও জানান, ফরাসি জনগণ মধ্যপ্রাচ্যে শান্তি চায়। আন্তর্জাতিক অংশীদার, বিশেষ করে ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের সমন্বিত প্রচেষ্টাই শান্তির পথ খুলে দিতে পারে।

এক্স পোস্টে মাখোঁ বলেন, তিনি তাঁর এই অবস্থান চিঠি মারফত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জানিয়েছেন।