বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগে ‘সহকারী কিপার (রসায়নাগার সংরক্ষণ)’ পদে চুক্তিভিত্তিক খণ্ডকালীন একজন লোকবল নিয়োগ দেওয়া হবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
পদের বিবরণ:
- পদ: সহকারী কিপার (রসায়নাগার সংরক্ষণ)
- পদসংখ্যা: ১ (একটি)
- চুক্তির মেয়াদ: যোগদানের তারিখ হতে ৩১ জুলাই ২০২৮ পর্যন্ত
- কর্মঘণ্টা: সপ্তাহে প্রতি কর্মদিবসে ন্যূনতম ৫ ঘণ্টা
- বেতন: সর্বসাকল্যে মাসিক ৩৫,০০০ টাকা (আয়কর প্রযোজ্য); কোনো অতিরিক্ত ভাতা বা ইনক্রিমেন্ট প্রযোজ্য নয়
শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যায় ৪ বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
- শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়
বয়সসীমা:
- ১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর
আবেদনপত্রে যা যা লাগবে:
- পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
- বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV)
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও সম্প্রতি ইস্যুকৃত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি
আবেদন পাঠানোর ঠিকানা:
- ডাকযোগে/সরাসরি:
পরিচালক (এইচআরডি-১),
হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১,
বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০ - ই-মেইলে: gm.hrd@bb.org.bd
আবেদনের শেষ তারিখ:
১৭ আগস্ট ২০২৫ (শুক্রবার পর্যন্ত আবেদন গ্রহণযোগ্য)