অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো একদিনে ১০০টিরও বেশি স্থানে বোমা হামলা চালিয়েছে। এসব হামলার মাধ্যমে দখলদার স্থল বাহিনীর ৩৬তম ডিভিশনকে সহায়তা করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস অঞ্চলে এই ডিভিশন ‘অতিরিক্ত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে যুদ্ধ সম্প্রসারণ এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসে’ অভিযান পরিচালনা করছে। যার ফলে হামলার মাত্রা ও বিস্তৃতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।
গাজার পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলি দখলদারদের আগ্রাসন তীব্র হচ্ছে। যিশুর জন্মস্থান বেথলেহেম এবং জেরিকোতে বসতি স্থাপনকারী ইসরায়েলি নাগরিক ও সৈন্যরা ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, দখলদাররা জমি, সম্পত্তি ও গবাদি পশু লুটপাট করছে।
একজন স্থানীয় আরব বেদুইন অধিকারকর্মী ওয়াফা সংবাদ সংস্থাকে জানান, বেথলেহেমের কাছে একটি অবৈধ ইসরায়েলি ফাঁড়ি থেকে নিয়মিতভাবে হামলা চালানো হচ্ছে। একইসঙ্গে বেইত ফাজ্জারে আজ ইসরায়েলি সৈন্যদের গুলিতে নিহত হয়েছেন ৩১ বছর বয়সী এক ফিলিস্তিনি। এখনও তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।
জেনিনের পাশের বুরকিন শহরে আরেকটি অভিযানে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি বাসিন্দাদের বাড়ি তছনছ করেছে বলেও খবর পাওয়া গেছে।
গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন ছিলেন ত্রাণ সংগ্রহে আসা সাধারণ মানুষ।
উত্তর গাজা উপত্যকায় ত্রাণ বিতরণস্থলে চালানো সর্বশেষ হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন আল জাজিরার আরবি বিভাগের একজন সংবাদদাতা।