আবুধাবিতে বিগ টিকিট’-এ ১৬ লাখ টাকা লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

big ticket winner bangladeshi khorshed alam

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট’-এ প্রথমবার অংশ নিয়েই ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) জিতে নিলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। আরব আমিরাতের শারজাহতে বসবাসকারী ২২ বছর বয়সী এই পনির বিক্রেতার জীবনে হঠাৎই এসে গেলো বড় ধরনের সুখবর।

গালফ নিউজের খবরে বলা হয়, চার বছর ধরে শারজাহতে কাজ করে আসলেও এতদিন লটারি কেনার সাহস পাননি খোরশেদ। তবে অবশেষে গত জুলাইয়ে সাহস করে ২০ জনের একটি দল গঠন করে অংশ নেন ‘বিগ টিকিট সিরিজ ২৭৭’-এ। প্রথম চেষ্টাতেই কপাল খুলে যায় তার।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানায়, আবুধাবিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ই-ড্রতে বিজয়ীদের নাম ঘোষণার সময় উপস্থাপক বুশরা খোরশেদের ফোনে দুটি কল করেন, কিন্তু তিনি তখন ফোন ধরেননি। পরে যোগাযোগ হলে পুরস্কার জয়ের খবর পেয়ে খোরশেদ আবেগাপ্লুত হয়ে পড়েন।

পুরস্কার জয়ের পর খোরশেদ বলেন, ‘আমি খুবই খুশি। এত বড় পুরস্কার পাব, কল্পনাও করিনি। ভাগ্য যদি সহায় হয়, তাহলে সবই সম্ভব।’ তিনি জানান, যেহেতু দলগতভাবে টিকিট কেনা হয়েছিল, তাই পুরস্কারের অর্থ ২০ জন সদস্যের মাঝে সমানভাবে ভাগ করা হবে।

ভবিষ্যতে আবার অংশ নেবেন কি না—জানতে চাইলে খোরশেদ বলেন, ‘অবশ্যই আবার চেষ্টা করব। জীবনে একবার হলেও সুযোগ নেওয়া উচিত। কারণ, ভাগ্য যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। স্বপ্ন দেখুন, চেষ্টা করুন।’