ফরিদপুরের নগরকান্দায় এক চাঞ্চল্যকর ঘটনায় ভুয়া র্যাব পরিচয়ে চলাফেরা করা একটি ডাকাতচক্রকে ধরে ফেলেছে স্থানীয় জনতা। একই ঘটনায় বিভ্রান্ত হয়ে আসল র্যাব সদস্যদেরও পিটিয়েছে উত্তেজিত জনতা।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জয় বাংলার মোড়ে একটি দ্রুতগতির মাইক্রোবাস সন্দেহজনকভাবে চলতে দেখে স্থানীয়রা গাছ ফেলে সেটি থামিয়ে দেয়। গাড়ির যাত্রীরা নিজেদের র্যাব সদস্য দাবি করলেও কারও গায়ে র্যাবের পোশাক ছিল না, যা জনতার সন্দেহ আরও বাড়িয়ে তোলে। তারা পালাতে চাইলে স্থানীয়রা তাদের ধরে মারধর শুরু করেন।
ঠিক এমন সময় পেছন থেকে আসে আরেকটি মাইক্রোবাস, যেটিতে ছিলেন র্যাব-১০–এর আসল সদস্যরা। যদিও তাদের অনেকেই ছিলেন সাদা পোশাকে, ফলে প্রথমে তারাও উত্তেজিত জনতার হামলার শিকার হন। পরে পুলিশ ও অতিরিক্ত র্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুই পক্ষকেই উদ্ধার করে থানায় নিয়ে যান।
র্যাব-১০–এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম জানান, এই চক্রটি মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে সোনা ব্যবসায়ীদের কাছ থেকে ডাকাতি করে পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করছিলেন। এ সময় স্থানীয়রা ভুল করে উভয় পক্ষকেই মারধর করে বসে।
মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন জানান, পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে ব্যবহার করে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল ডাকাতরা, কিন্তু শেষ পর্যন্ত তাদের ধরে ফেলা হয়।