বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের কারণে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে জনসমাগমস্থল ও বিক্ষোভের স্থান থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মার্কিন নাগরিকদের যেন সর্বদা নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখে এবং স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর নির্দেশাবলী মেনে চলে। কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।