ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আদালত, কোর্ট অফ জাস্টিস (ECJ), ইটালির অভিবাসন নীতির বিরুদ্ধে একটি ঐতিহাসিক রায় দিয়েছে। আলবেনিয়ায় আশ্রয় প্রার্থীদের দ্রুত ফিরিয়ে দেওয়ার পরিকল্পনায় বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে অন্তর্ভুক্তি বেআইনি ঘোষণা করেছে আদালত।
২০২৩ সালে ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি ও আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার মধ্যে একটি চুক্তি হয়, যার মাধ্যমে ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া অভিবাসীদের আলবেনিয়ায় পাঠিয়ে তাদের আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তি করার পরিকল্পনা করা হয়। এই উদ্যোগে বাংলাদেশসহ কয়েকটি দেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়।
কিন্তু গত শুক্রবার (১ আগস্ট ২০২৫) ইউরোপীয় আদালত রায় দিয়েছে যে, একটি দেশকে ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত করতে হলে সেই দেশের সমগ্র জনগণের জন্য নিরাপত্তা থাকতে হবে। অর্থাৎ, সব ধর্ম, জাতিগোষ্ঠী ও রাজনৈতিক মতাদর্শের মানুষের জন্য দেশটি নিরাপদ হতে হবে। এছাড়া, ‘নিরাপদ দেশ’ তালিকা তৈরিতে নির্দিষ্ট আইনি মানদণ্ড পূরণ করতে হবে এবং সেই সিদ্ধান্তের পেছনে আমলে নেওয়া তথ্যগুলো সংশ্লিষ্ট আবেদনকারী ও আদালতের নাগালে থাকতে হবে।
এই রায়ের ফলে ইটালির আলবেনিয়ায় নির্মিত অভিবাসী আটককেন্দ্রগুলো কার্যত অচল হয়ে পড়েছে। যেখানে কেন্দ্রগুলো নির্মাণে ইটালির তুলনায় সাত গুণ বেশি খরচ হয়েছে।
ইটালির সরকার এই রায়কে ‘অবাক করার মতো’ বলে উল্লেখ করেছে এবং বলেছে, এটি জাতীয় সীমান্ত রক্ষা এবং অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে দুর্বল করে দিচ্ছে। তবে, মানবাধিকার সংগঠনগুলো এই রায়কে অভিবাসীদের অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।