সরকার পতনের এক দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এক দফা দাবিতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে ব্যবসায়ীসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে । আহত হয়েছেন অনেকে। এ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহিন আহমদ।
রবিবার বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। নিহত তিন জন হলেন ধারাবহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮) ও ঢাকা দক্ষিণের নাজমুল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি পালন করতে আন্দোলনকারীরা ঢাকা দক্ষিণ এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এসময় পুলিশ ও বিজিবি সেখানে অবস্থান করছিল। পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইট-পাটকেল ছুড়েন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে সংঘর্ষ গোলাপগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে। বেলা ২টার দিকে ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিছু মানুষ জড়ো হলে সেখানে পুলিশ ও বিজিবি আসলে উত্তেজনা দেখা দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দুজন নিহত হন। স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।