সিলেটে গোলাপগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিন জন নিহত (আপডেট)

সরকার পতনের এক দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এক দফা দাবিতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে ব্যবসায়ীসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে । আহত হয়েছেন অনেকে। এ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহিন আহমদ।

রবিবার বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। নিহত তিন জন হলেন ধারাবহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮) ও ঢাকা দক্ষিণের নাজমুল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি পালন করতে আন্দোলনকারীরা ঢাকা দক্ষিণ এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এসময় পুলিশ ও বিজিবি সেখানে অবস্থান করছিল। পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইট-পাটকেল ছুড়েন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে সংঘর্ষ গোলাপগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে। বেলা ২টার দিকে ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিছু মানুষ জড়ো হলে সেখানে পুলিশ ও বিজিবি আসলে উত্তেজনা দেখা দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দুজন নিহত হন। স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।