নির্বাচনকে সামনে রেখে ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার সাড়ে ৪৫ লাখ

draft voter list bangladesh election

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) রবিবার (১০ আগস্ট) সারা দেশে একযোগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে নতুনভাবে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার, আর মৃত ও অযোগ্য হিসেবে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, হালনাগাদের পর দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। আইন অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ প্রথম তালিকা প্রকাশের সময় মোট ভোটার ছিলেন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্তি ও অযোগ্যদের নাম বাদ দেওয়ার কাজ সম্পন্ন করা হয়।

খসড়া তালিকা নিয়ে দাবি-আপত্তি গ্রহণ করা হবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে নতুন নাম যুক্ত, মৃত বা অযোগ্য ভোটার বাদ, স্থানান্তর, এবং তথ্য সংশোধনের আবেদন করা যাবে। এসব আবেদন ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি হবে এবং ৩১ আগস্ট প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা।

সচিব আরও জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন আইনে নবীন ভোটারদের জন্য এক বছর অপেক্ষার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। ফলে এ বছর মোট তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করবে ইসি—প্রথমটি ২ মার্চ, দ্বিতীয়টি ৩১ আগস্ট, এবং তৃতীয়টি ৩১ অক্টোবর।

রবিবার সকাল থেকে সারাদেশের নির্দিষ্ট স্থানে খসড়া তালিকা সাঁটানো হয়েছে। ভোটাররা চাইলে নিজেদের তথ্য যাচাই করে ভুল থাকলে সংশোধনের সুযোগ নিতে পারবেন।