বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে লাগবে ১৫ হাজার ডলার জামানত

USA VISA

নির্দিষ্ট কিছু দেশের ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দেওয়ার নতুন নিয়ম চালু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নতুন পদক্ষেপ হিসেবে নেওয়া এই কর্মসূচি আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে ১২ মাস পরীক্ষামূলকভাবে চলবে।

এই নীতি যুক্তরাষ্ট্রের বি-১ ব্যবসায়িক ভিসাবি-২ পর্যটন ভিসা–এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অস্থায়ী চূড়ান্ত নীতিমালা অনুযায়ী, এটি মূলত এমন দেশগুলোর নাগরিকদের জন্য প্রযোজ্য হবে যাদের ভিসাধারীদের নির্ধারিত সময় শেষে দেশে থেকে যাওয়ার (ওভারস্টে) হার ঐতিহাসিকভাবে বেশি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার নিশ্চিত করেছে, জাম্বিয়া ও মালাবির ভ্রমণকারীরাই এই নীতির আওতায় প্রথম নিশানা হবেন। এর আগে যুক্তরাষ্ট্র ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং মার্কিন ভিসাধারী দর্শনার্থীদের জন্য নতুন কিছু ফি চালু করেছিল।

তবে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ভিসা ওয়েভার কর্মসূচিতে অংশ নেওয়া ৪০টির বেশি দেশের নাগরিক এ নিয়মের বাইরে থাকবেন। ভিসা ওয়েভার কর্মসূচির আওতায় এসব দেশের নাগরিকরা ৯০ দিন পর্যন্ত ব্যবসা বা ভ্রমণের উদ্দেশ্যে ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারেন।

নীতিমালা অনুযায়ী, ভ্রমণকারী ভিসার শর্ত মেনে চললে এই জামানতের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে জমাকৃত অর্থ বাজেয়াপ্ত হবে।