জনরায় পেলে মিলেমিশে দেশ গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

tareq rahman bnp promise unity election

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে জনরায় পেলে দল ‘মিলেমিশে’ দেশ পরিচালনা করবে। তিনি সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশ গড়ার সুযোগ দিন।”

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন জানিয়েছে, ফ্যাসিবাদের দেড় দশক পর ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের নারী-পুরুষ, ছাত্র-যুবসহ সর্বস্তরের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি—ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন।”

তিনি দলের কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, “বিএনপির রাজনীতি আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা করা ও বেকারদের কাজে নিয়োজিত করাই মূল লক্ষ্য। প্রযুক্তি নির্ভর যুব সমাজ গড়ে তুলতে হবে।”

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড প্রসঙ্গে তিনি বলেন, “যখন একটি দেশের অর্ধেকের বেশি মানুষ কর্মক্ষম হয়, তখন সেটিই হয় উন্নয়নের মূল চালিকা শক্তি। এখন শুধু এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করাই আমাদের চ্যালেঞ্জ।”

তারেক রহমান মনে করেন, তরুণ ও যুব সমাজকে কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা গেলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদে পরিণত হবে।