প্রধান আসামি আকবর দেশ ছাড়তে পারে, আশঙ্কা রায়হানের মায়ের

raihan murder si-akbar bail escape fear

সিলেটে পুলিশ হেফাজতে নিহত আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়া জামিনে মুক্তি পাওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিহত রায়হানের মা সালমা বেগম।

সাংবাদিকদের তিনি বলেন, “ঘটনার পরপরই আসামি সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান দেশ ছেড়ে পালিয়েছে। কিছুদিন আগে আরেক আসামি সাময়িক বরখাস্ত এসআই হাসান উদ্দিন জামিনে বেরিয়ে পালিয়েছে। এবার প্রধান আসামি আকবর জামিনে ছাড়া পেল, সেও পালিয়ে যেতে পারে।”

তিনি হাইকোর্টের জামিনের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, “এসআই আকবরের নির্যাতনে আমার ছেলে রায়হান মারা গেছে, প্রমাণও রয়েছে। তারপরও কিভাবে তাকে জামিন দেওয়া হলো? আসামিরা যদি এভাবে বেরিয়ে যায়, তাহলে বিচার কিভাবে হবে?”

সালমা বেগম আরও বলেন, “এত আলোচিত ঘটনারও যদি বিচার না হয়, তাহলে আরও রায়হানরা মারা যাবে। বিচার নিশ্চিতে সবাইকে আবার মাঠে নামতে হবে, নইলে বিচার পাওয়া যাবে না।”

২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্যাতন করা হয়। পরদিন সকালে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তদন্তে নির্যাতনের প্রমাণ পাওয়ার পর এসআই আকবরসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। পরে পিবিআই আকবরকে কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করে।

২০২১ সালের ৫ মে পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়, যেখানে এসআই আকবরকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিরা হলেন এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, এসআই হাসান উদ্দিন ও সাংবাদিক আবদুল্লাহ আল নোমান।