সিলেটের ভোলাগঞ্জ সীমান্তের ধলাই নদের উৎসমুখে সাদা পাথরের সৌন্দর্য ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। দীর্ঘদিনের লাগামহীন লুটপাটের পর বুধবার (১৩ আগস্ট) যৌথবাহিনীর অভিযানে কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১২ হাজার ঘনফুট সাদা পাথর জব্দ করা হয় এবং রাতের মধ্যেই তা পূর্বের অবস্থানে ফেরত দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে উপজেলা প্রশাসন, যৌথবাহিনী ও সেনাসদস্যরা অংশ নেন। সীমান্ত এলাকায় সেনাবাহিনী যতদূর পর্যন্ত যেতে পারে, সেখানে অভিযান পরিচালনা করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় সাদাপাথরের আশপাশে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখে অভিযান সম্পন্ন করা হয়।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রতিদিন শত শত নৌকা দিয়ে ভোলাগঞ্জের সাদা পাথর লুট করা হচ্ছিল। গত এক সপ্তাহে প্রায় ৮০ শতাংশ পাথর তুলে ফেলা হয়, আর মাত্র ১৫ দিনে মনোমুগ্ধকর এলাকা বিরানভূমিতে পরিণত হয়। স্থানীয়দের অভিযোগ, এ সময় কয়েকশ’ কোটি টাকার পাথর লুট হয়েছে।
এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে প্রশাসন নড়েচড়ে বসে এবং একাধিক অভিযান পরিচালনা করে। বুধবার রাতভর ভোলাগঞ্জ, জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কে পাথরবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। বৈধ আমদানির প্রমাণপত্র যাচাইয়ের পর অনুমতি দেওয়া হয়, আর অবৈধ পাথর জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজে উপস্থিত থেকে এসব প্রমাণপত্র পরীক্ষা করেন।