লিবিয়ায় বন্দিশালায় কিশোরগঞ্জের দিপু, মুক্তির জন্য দালাল চক্রের ২৫ লাখ টাকার দাবি

kishoreganj dipu libya torture

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী পূর্বকান্দা গ্রামের যুবক দিপু মিয়া (২১) প্রায় দুই বছর ধরে লিবিয়ায় দালাল চক্রের বন্দিশালায় অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন। ইতালি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় দালাল ফজলুল হক তাঁর পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি মুক্তির শর্ত হিসেবে নতুন করে আরও ২৫ লাখ টাকা দাবি করেছে চক্রটি।

২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর লিবিয়ায় পৌঁছানোর পর দিপু প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। পরে মাফিয়া চক্রের নিয়ন্ত্রণে গিয়ে শুরু হয় নির্যাতন ও মুক্তিপণ আদায়ের প্রক্রিয়া। পরিবারের সদস্যদের অভিযোগ, নির্যাতনের ভিডিও কলে দেখিয়ে একাধিকবার টাকা আদায় করা হয়েছে। প্রতিবারই টাকা দেওয়ার পরও ইতালি পৌঁছানোর স্বপ্ন পূরণ হয়নি; বরং একাধিকবার সাগরপথে পাঠানোর নামে প্রতারণা করা হয়েছে।

দিপুর বড় ভাই মো. অপু বলেন, “নির্যাতনের দৃশ্য দেখা কঠিন, কিন্তু দেখতেই হয়। নির্যাতন বন্ধ করতে গিয়ে আমরা সব শেষ করেছি—ভিটেমাটি পর্যন্ত বিক্রি হয়ে গেছে। এখন আর কিছু দেওয়ার সামর্থ্য নেই।”

পরিবারের তথ্য অনুযায়ী, প্রথমে সাড়ে ৯ লাখ টাকার চুক্তি হলেও পরবর্তীতে ধাপে ধাপে ১১ লাখ, ১০ লাখ, ৯ লাখ ও ৫ লাখ টাকা দিতে হয়েছে। সর্বশেষ ২৪ জুলাই নির্যাতনের ভিডিও পাঠানোর পর ২৫ লাখ টাকা দাবি করা হয়।

দালাল ফজলুল হক বর্তমানে বিদেশে আছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। দিপুর পরিস্থিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিনের নজরে আনা হলে তিনি জানান, ভিডিও দেখে প্রতিকারের ব্যবস্থা নিয়ে ভাববেন।