সিলেটের শেখঘাট এলাকার পাঁচ বছরের শিশু মাসুম মিয়া পরিবারের সঙ্গে ঘুরতে এসে টাঙ্গুয়ার হাওরে প্রাণ হারিয়েছে। শুক্রবার দুপুরে পর্যটকবাহী হাউসবোট থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত মাসুম সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে সিলেট থেকে ১৫-১৬ জনের একটি পর্যটক দল তাহিরপুর থানা ঘাটে আসে এবং সেখান থেকে ‘লালনতরী’ নামের একটি হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে বের হয়। দুপুরের দিকে হাওরের ওয়াচ টাওয়ারের পথে তাহিরপুর উপজেলার ছিলানী গ্রামের সামনে চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় শিশু মাসুম।
সঙ্গে সঙ্গে তার বাবা কবির আহমদ লাফিয়ে পানিতে নামলেও ছেলেকে আর উদ্ধার করতে পারেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা টানা তল্লাশি চালায়। প্রায় তিন ঘণ্টা পর ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা মাসুমকে মৃত ঘোষণা করেন।
Video https://www.facebook.com/share/v/178KKnhAKV
শিশুর পিতা কবির আহমদ সাংবাদিকদের বলেন,
“আমার একমাত্র সন্তানকে নিয়ে আনন্দ করতে এসেছিলাম টাঙ্গুয়া হাওরে। কিন্তু এখন সন্তানের লাশ কাঁধে নিয়ে ফিরতে হচ্ছে।”
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।