বিদেশে মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা

Bangladesh President Shahabuddin

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ নির্দেশনা আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে নয়, টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে।

বিভিন্ন মিশন সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে অন্যান্য মিশনকে বিষয়টি জানাতে এবং ছবি সরানোর প্রক্রিয়া তদারকি করতে।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, বেশিরভাগ মিশনে এখনো এ ধরনের নির্দেশনা পৌঁছায়নি। তবে দুটি মিশন প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরাসরি সরকারের নির্দেশনা পেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক বলেন, “ঢাকা থেকে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে। এ নির্দেশনা এখনো লিখিত আকারে দেওয়া হয়নি, কেবল টেলিফোনে জানানো হয়েছে।”

আরেক কূটনীতিক জানান, তাদের অঞ্চলের একজন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি বিষয়টি না জানালেও কাছাকাছি অন্য একটি মিশনের রাষ্ট্রদূতের মাধ্যমে এ নির্দেশনার খবর পেয়েছেন।