সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ২২ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গত ৭ থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন ভঙ্গের দায়ে ১৩ হাজার ৪৩৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৬৯৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৮৬৬ জন রয়েছেন।
এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় আরও এক হাজার ৭৮৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬৪ শতাংশ ইথিওপিয়ান, ৩৫ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের সময় আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে সহযোগিতা করার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৮ ব্যক্তিকেও আটক করেছে কর্তৃপক্ষ। বর্তমানে ২৫ হাজার ৪৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২২ হাজার ৮৩৭ জন পুরুষ এবং দুই হাজার ৬০২ জন নারী।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৮ হাজার ১৪৯ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৮৬১ জনকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। আরও ২ হাজার ৯৭৩ জনকে ফেরত পাঠাতে চূড়ান্ত নির্দেশ জারি করা হয়েছে।
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে আসছে।
প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরবে লাখ লাখ প্রবাসী কর্মরত রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে।