আজ পবিত্র আখেরি চাহার সোম্বা। মুসলিম বিশ্বের কাছে এটি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। বাংলাদেশে সরকারিভাবে সাধারণ ছুটি না থাকলেও, দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে পালিত হয়। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়—আজ বন্ধ রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, আখেরি চাহার সোম্বা উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে।
আখেরি চাহার সোম্বা কী?
ইসলামি ঐতিহ্যে, আখেরি চাহার সোম্বা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সাময়িক আরোগ্যলাভের স্মৃতিচিহ্ন হিসেবে পালিত হয়। এর আক্ষরিক অর্থ “শেষ চতুর্থ বুধবার”। সফর মাসের শেষ বুধবারে এই ঘটনা ঘটেছিল বলে দিনটি বিশেষভাবে গুরুত্ব পায়।
ঐতিহাসিকভাবে দেখা যায়, নবী করিম (সা.)-এর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সাহাবাদের মধ্যে দুঃশ্চিন্তা বাড়তে থাকে। তবে তাঁর সাময়িক সুস্থতার সংবাদে তারা উচ্ছ্বসিত হন এবং শুকরিয়া আদায় করেন। সেই আনন্দে সাহাবারা দান-খয়রাত করেছিলেন। এ স্মরণে মুসলমানরা দিনটিকে ইবাদত ও দোয়ার মাধ্যমে পালন করে আসছেন।