সাতক্ষীরার কালিগঞ্জে সবজির দাম হঠাৎ বেড়ে বিপাকে ক্রেতারা

vegetable price increase

সাতক্ষীরার কালিগঞ্জে হঠাৎ করেই সবজির দাম বেড়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে নাজিমগঞ্জ ও রতনপুর বাজারে সবজির দাম প্রায় দ্বিগুণ হওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি দরে পটল ও ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, করলা ও উচ্ছে ১২০ টাকা, বেগুন ৮০ টাকা, টমেটো ১১০ টাকা এবং কাঁচা মরিচ ১৮০ টাকায়। খুচরা বাজারে একই সবজি আরও বেশি দামে বিক্রি হচ্ছে। পটল ও ঢ্যাঁড়স ৮০ টাকা, করলা ও উচ্ছে ১৫০ টাকা, বেগুন ১২০ টাকা, টমেটো ১৪০ টাকা এবং কাঁচা মরিচ ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষকরা বলছেন, টানা বৃষ্টির কারণে ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে সরবরাহ কমে গেছে এবং বাজারে সবজির দাম বেড়েছে। তবে তারা অভিযোগ করেছেন, উৎপাদন খরচ, সার ও কীটনাশকের দাম বেড়ে গেলেও পাইকারি বাজারে ন্যায্য দাম মিলছে না। ব্যবসায়ীরা দ্বিগুণ দামে বিক্রি করে মূল লাভ করছে।

অন্যদিকে ভোক্তারা বলছেন, শুধু সবজি নয়, ডিম, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব কিছুর দাম বেড়ে যাওয়ায় বাজারে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় কালিগঞ্জে চলমান মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে নতুন সংকট তৈরি করেছে।