সাদাপাথর লুটপাটে জামায়াতের নেতৃত্ব জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২১ আগস্ট) সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, “দুদকের প্রতিবেদনে জামায়াতের কোনো নেতাকর্মীর নাম নেই। তবুও কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে।” তিনি অভিযোগ করেন, জামায়াত ইসলামী দুদকের কাছ থেকে খোঁজ নিয়েও এ ধরনের কোনো তদন্ত প্রতিবেদনের অস্তিত্ব খুঁজে পায়নি।
তিনি আরও বলেন, “প্রমাণ ছাড়া দুদক যদি এ ধরণের প্রতিবেদন করে থাকে, তবে তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে।” তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাদাপাথর লুটপাটের তদন্ত শেষে একটি প্রতিবেদন জমা দেয়। সেখানে ৫৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ওই তালিকায় জামায়াতের সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীনের নাম রয়েছে। তবে জামায়াত দাবি করেছে, বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক ও মনগড়া।