ভারতে অনলাইন বেটিং বন্ধে সংসদে বিল পাস

india online betting ban gaming bill

ভারতে অনলাইন বেটিং ও গেমিংয়ের বিস্তার এবং এর মারাত্মক প্রভাব ঠেকাতে কেন্দ্রীয় সরকার নতুন আইন আনছে। টেস্ট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি ক্রিকেট চলাকালীন সময়ে টিভি ও মিডিয়া জুড়ে বেটিং অ্যাপের বিজ্ঞাপন এখন সাধারণ দৃশ্য হয়ে উঠেছিল। ড্রিম ইলেভেন, মাই ক্রিকেট সার্কেলসহ বিভিন্ন অ্যাপ দেশি-বিদেশি ক্রিকেটারদের প্রচারণায় যুক্ত করে কোটি কোটি মানুষকে আকৃষ্ট করেছে।

এসব অ্যাপে দল গঠন করে টাকা বিনিয়োগ করতে হয়। খেলোয়াড়রা ভালো পারফর্ম করলে আয় হয়, খারাপ খেললে টাকা ডুবে যায়। একইভাবে অনলাইনে পোকার, রামি খেলাসহ নানা বেটিং গেমের বিজ্ঞাপনও সম্প্রতি ছড়িয়ে পড়েছে ভারতের টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে। ফলে জুয়া আসক্তিতে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন, অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে নেশায় জড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল’ সংসদে উপস্থাপন করে। ইতোমধ্যেই লোকসভা ও রাজ্যসভায় বিলটি পাস হয়েছে। এখন রাষ্ট্রপতির স্বাক্ষর হলেই আইনটি কার্যকর হবে।

আইনটি কার্যকর হলে অনলাইন বেটিংয়ের বিজ্ঞাপন, খেলা ও টাকা লেনদেন পুরোপুরি নিষিদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।