গতবছরের জুলাই–আগস্টের অস্থিরতার সময় দেশের বিভিন্ন থানা ও স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে নগদ পুরস্কার ঘোষণা করেছে সরকার।
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, পুলিশ থেকে লুট হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে। এর মধ্যে—পিস্তল, শটগান: ৫০ হাজার টাকা, চায়নিজ রাইফেল: ১ লাখ টাকা, এসএমজি: ১.৫ লাখ টাকা, এলএমজি: ৫ লাখ টাকা, প্রতি গুলি: ৫০০ টাকা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন থানা–ফাঁড়ি ও পুলিশ স্থাপনায় হামলা চালিয়ে আগুন ও লুটপাট করা হয়। সে সময় বিপুলসংখ্যক অস্ত্র–গুলি লুট হয়। সর্বশেষ হিসাবে ১,৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও ২,৫৭,৭২০ রাউন্ড গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি।”
তিনি আরও জানান, এসব অস্ত্র বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলে গোয়েন্দা সংস্থাগুলো খবর পাচ্ছে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দল ও জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন আইনশৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা থাকবে না। সবার সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারব।”
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একইসঙ্গে আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ অপরাধে জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা যদি দুর্নীতি করি, লিখে দিন; তবে ভুল তথ্য দিয়ে রিপোর্ট না করার অনুরোধ করছি। নিউজ প্রকাশের পর যে সম্মানহানি হয়, প্রতিবাদ দিয়ে তা আর উদ্ধার করা যায় না।”