রাশিয়া তৈরি করছে বিশ্বের প্রথম এইডস টিকা

russia aids vaccine development

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরির ঘোষণা দিয়েছে রাশিয়া। যদি এ প্রকল্প সফল হয়, তবে এটি হবে বিশ্বের প্রথম এইডস টিকা।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানায়, দেশটির গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে টিকা তৈরির কাজ শুরু করেছে। প্রতিষ্ঠানটির মহামারিবিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানান, আগামী দুই বছরের মধ্যেই এই টিকা বাজারে আসতে পারে।

গুশচিন বলেন, “টিকার মূল উপাদান হবে বিশেষ ধরনের অ্যান্টিজেন, যা দেহে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করবে।”

এমআরএনএ প্রযুক্তি প্রচলিত টিকার তুলনায় আলাদা। এখানে মৃত বা দুর্বল জীবাণুর পরিবর্তে ব্যবহার করা হয় প্রোটিন-ভিত্তিক উপাদান, যা শরীরের ইমিউন সিস্টেমকে নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে প্রস্তুত করে।

উল্লেখ্য, এইডসের জন্য দায়ী ভাইরাস হলো এইচআইভি, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। অনিরাপদ যৌন সম্পর্ক, সিরিঞ্জের সূঁচ ও প্রসূতি মায়ের মাধ্যমে এ ভাইরাস সংক্রমিত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বজুড়ে প্রায় ১০ লাখ মানুষ এইডসে মারা গিয়েছিলেন। যদিও ২০১০ সালের পর থেকে আক্রান্তের সংখ্যা কমছে, তবুও বর্তমানে বিশ্বে লাখো মানুষ এই রোগে ভুগছেন।

এর আগে বিভিন্ন দেশ এইডসের টিকা তৈরির উদ্যোগ নিলেও কোনো প্রকল্প সফল হয়নি। তবে করোনার টিকা স্পুটনিক-ভি সফলভাবে তৈরি করার পর গামালিয়া সেন্টারের নতুন উদ্যোগকে ঘিরে আশাবাদ তৈরি হয়েছে।