জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার না করা হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে নুর লেখেন, “জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”
এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপার নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এসময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। জাপার নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিল তাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালায়। তবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তারা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীরাই প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেয়।