প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্থেই নির্বাচন: প্রেস সচিব

february election announcement bangladesh

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যে সময়ের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্থে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে পুনরায় আশ্বস্ত করেছেন যে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের বিকল্প চিন্তা করা জাতির জন্য গভীর বিপজ্জনক হতে পারে।

বৈঠকগুলোতে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। তবে সব বৈঠকে উপদেষ্টারা একসঙ্গে উপস্থিত ছিলেন না।

প্রথমে বিকেলে জামায়াতে ইসলামী, পরে জাতীয় নাগরিক পার্টি এবং সন্ধ্যায় বিএনপির নেতারা পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম আসন্ন নির্বাচনের আইনি ভিত্তি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানান। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্বাচনের ঘোষিত তারিখেই ভোট হবে, বিলম্বের কোনো সুযোগ নেই।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন—এবারের নির্বাচন হবে ইতিহাসের অন্যতম সেরা, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন। একই সঙ্গে দুর্গাপূজা ঘিরে কোনো ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকতে আহ্বান জানানো হয়েছে।