দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় এবং চাহিদা কমে যাওয়ায় ডলারের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে এবার নিলামের মাধ্যমে ৮টি ব্যাংক থেকে মোট ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, বর্তমানে বাজারে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি। তাই রিজার্ভ থেকে বিক্রি না করে বাজার থেকেই ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পদক্ষেপে বাজার স্থিতিশীল থাকবে এবং একই সঙ্গে রিজার্ভও শক্তিশালী হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাল্টিপল অকশন পদ্ধতিতে মোট ৮৩ মিলিয়ন ডলার কেনার প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ১২১ টাকা ৭০ পয়সা থেকে ১২১ টাকা ৭৫ পয়সা দরে কেনা হয়। নিলামের কাট অফ প্রাইস ধরা হয়েছিল ১২১ টাকা ৭৫ পয়সা, আর এই দামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে কেন্দ্রীয় ব্যাংক গত জুলাই ও আগস্ট মাসে পাঁচ দফায় বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনেছিল।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এতে ডলারের দাম নিয়ন্ত্রিত পর্যায়ে আসছে। তবে দাম অতিরিক্ত কমে গেলে রপ্তানিকারক ও বৈধ পথে রেমিট্যান্স আসা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ডলার কেনার সিদ্ধান্ত সময়োপযোগী।