২০২৭ সালের এপ্রিল থেকে যুক্তরাজ্যে উত্তরাধিকার কর (Inheritance Tax) ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। নতুন নীতিমালা অনুযায়ী অব্যবহৃত পেনশন ফান্ড বা পেনশন পটের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত কর আরোপ করা হবে। পাশাপাশি অবশিষ্ট অর্থের ওপর ইনকাম ট্যাক্সও কার্যকর হবে।
ফলে পরিবারগুলোকে এখনই সম্পদ উত্তরাধিকার সূত্রে হস্তান্তরের পরিকল্পনা নতুন করে সাজাতে হবে। এ অবস্থায় বিকল্প হিসেবে অনেকে নজর দিচ্ছেন পর্তুগালের দিকে। কর ও সম্পদ পরিকল্পনা বিষয়ক প্রতিষ্ঠান Sovereign জানাচ্ছে, পর্তুগালের অনুকূল করনীতি ব্রিটিশ নাগরিকদের জন্য ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে।
পর্তুগালে ২০০৪ সালে উত্তরাধিকার কর বাতিল করা হয়। বর্তমানে সরাসরি উত্তরাধিকারীদের (যেমন সন্তান বা বাবা-মা) ক্ষেত্রে কোনো ট্যাক্স নেই। তবে ভাই-বোন, দূরসম্পর্কীয় আত্মীয় বা সম্পর্কহীন ব্যক্তির জন্য উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের ওপর ১০% স্ট্যাম্প ডিউটি প্রযোজ্য হয়—যা যুক্তরাজ্যের তুলনায় অনেক কম।
আন্তর্জাতিক ট্যাক্স পরামর্শক প্রতিষ্ঠান Forvis Mazars বলছে, যুক্তরাজ্যের সম্পদ মালিকদের জন্য মাঝারি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এখন অত্যন্ত জরুরি। কারণ বাসিন্দা হওয়ার নিয়ম, ডাবল ট্যাক্স চুক্তি, এন্টি-অ্যাভয়েডেন্স নীতি এবং যুক্তরাজ্যের টেম্পোরারি নন-রেসিডেন্স ব্যবস্থা বিবেচনায় রাখা দরকার। বিশেষ করে সম্পত্তি বা ব্যবসা বিক্রি করে স্থানান্তরের পরিকল্পনা থাকলে সময় নির্বাচন এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে।
এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা হবে আসন্ন Moving to Portugal Show and Seminars-এ, যা অনুষ্ঠিত হবে লন্ডনে ২০২৫ সালের ১৬ অক্টোবর এবং প্রথমবারের মতো এডিনবরায় ২১ নভেম্বর। অনুষ্ঠানে করনীতি (NHR 2.0 স্কিমসহ), ভিসা, ব্যাংকিং, সম্পদ পরিকল্পনা, বৈদেশিক মুদ্রা, আইন ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞরা তথ্য দেবেন।
পর্তুগিজ চেম্বার অব কমার্স ইন দ্য ইউকের জেনারেল ম্যানেজার ক্রিস্টিনা হিপিসলি বলেন, “আমরা আনন্দিত যে লন্ডন ও এডিনবরায় এই সেমিনারের আয়োজন করতে পারছি। যুক্তরাজ্য থেকে পর্তুগালে স্থানান্তরের পরিকল্পনা করা ব্যক্তিরা এখানে বিশেষজ্ঞদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও পরামর্শ পাবেন।”