ভিসার জন্য আবেদন প্রক্রিয়ায় ভুয়া নথি বা মিথ্যা তথ্য জমা দিলে যুক্তরাষ্ট্রে ভিসা স্থায়ীভাবে বাতিল হবে। এ বিষয়ে কঠোর সতর্কতা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
সোমবার (৮ সেপ্টেম্বর) এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া একটি পোস্টে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভুয়া কাগজপত্র বা মিথ্যা তথ্য প্রদান করলে আবেদনকারীর ভিসা স্থায়ীভাবে বাতিল হবে এবং ভবিষ্যতে আবেদন করার যোগ্যতাও হারাতে পারেন।
দূতাবাস তাদের পোস্টে ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সততার ওপর জোর দিয়ে আবেদনকারীদের সতর্ক করেছে। এতে বলা হয়, সঠিক তথ্য প্রদান ও বৈধ কাগজপত্র জমা দেওয়াই ভিসা প্রক্রিয়া সফল হওয়ার প্রধান শর্ত।