মঞ্চ-৭১ এর সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

abu alam shahid khan arrest

সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইস্কাটনের একটি ভবন থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পরে ডিবির পক্ষ থেকে জানানো হয়, মঞ্চ-৭১ এর সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সচিব আবু আলম শহীদ খানকে আটক করা হয়েছে। এছাড়া রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।