কাতারের দোহায় মিসাইল হামলার ঘটনায় দেশটিতে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস প্রবাসীদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানায়। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত। তাই প্রবাসীদের এসব বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য ৩৩৬৬২০০০ এবং হটলাইন নম্বর +974, ই-মেইল: mission.doha@mofa.gov.bd দেওয়া হয়েছে।