ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বৃহস্পতিবার একাধিকবার ভোটগ্রহণে স্থবিরতা দেখা দিয়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ হলে ছবিযুক্ত ভোটার তালিকা না থাকা এবং ভোট শেষে আঙুলে কালির চিহ্ন না রাখায় বৃহস্পতিবার সকালে প্রায় আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। পরবর্তীতে ছবিসহ ভোটার তালিকা সংযুক্ত করার পর প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়।
তবে দুপুর ১টা ২৫ মিনিটে আবার ভোটগ্রহণ বন্ধ করা হয়। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী কেন্দ্রে প্রবেশ করলে ভোটাররা “ভুয়া ভুয়া” বলে স্লোগান দেন। প্রায় ১০ মিনিট পর, দুপুর ১টা ৩৫ মিনিটে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।
এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ইনডেক্স কার্ড ও আইডি কার্ড সংশ্লিষ্ট জটিলতার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।
এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। নির্বাচনে বামপন্থি, ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থিত মোট আটটি প্যানেল অংশ নিচ্ছে। ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ১০টি হল মিলে মোট ২১টি ভোটকেন্দ্র ও ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।