জাকসু নির্বাচনে নানা অনিয়ম ও ভোটগ্রহণে অসঙ্গতির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এসময় সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. শেখ সাদী হাসানসহ প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্যানেলটির অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম, ভোটকেন্দ্রে অসঙ্গতি এবং ভোটারদের হয়রানির কারণে তারা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।