আম্পায়ারের আউট পেয়েও সূর্য যে কারণে আউট নেননি

surya kumar yadav fair play asiacup

এশিয়া কাপে গতকাল ভারত ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচটি ছিল একতরফা। আরব আমিরাত প্রথমে ব্যাট করে সংগ্রহ করে মাত্র ৫৭ রান, যা ভারত ২৭ বলেই তাড়া করে ফেলে।

তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের একটি সিদ্ধান্ত। প্রতিপক্ষ ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকির বিপক্ষে করা রানআউটের আপিল তিনি স্বেচ্ছায় তুলে নেন।

ঘটনাটি ঘটে আমিরাতের ইনিংসের ১৩তম ওভারে। শিবম দুবের করা বলে ব্যাট মিস করেন জুনায়েদ। বল উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে গেলে তিনি স্টাম্প ভেঙে দেন। রিপ্লেতে দেখা যায়, জুনায়েদ তখন ক্রিজের বাইরে ছিলেন। তৃতীয় আম্পায়ারও আউটের ঘোষণা দেন।

কিন্তু সূর্যকুমার আম্পায়ারের কাছে গিয়ে আপিল প্রত্যাহার করে নেন। কারণ, বল করার সময় দুবের কোমর থেকে তোয়ালে পড়ে গিয়েছিল এবং সেটির দিকেই ইঙ্গিত করতে গিয়েই ক্রিজ ছাড়েন জুনায়েদ। এক বল পর অবশ্য জুনায়েদ স্লগ করতে গিয়ে সূর্যকুমারের হাতেই ধরা পড়েন।

এই সিদ্ধান্তকে কেউ ক্রীড়াসুলভ আচরণ হিসেবে প্রশংসা করছেন, আবার কেউ সমালোচনাও করছেন। ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, ম্যাচটি যেহেতু একতরফা ছিল বলেই সূর্য এভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, পাকিস্তানের বিপক্ষে সমানতালে চলা ম্যাচে সূর্যকুমার এমনটা করতেন না।