জাকসু নির্বাচন: কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা চলছে

ju jaksu election 2025

দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলছে ভোট গণনা। ইতোমধ্যে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে, কেন্দ্রীয় সংসদের ফলাফল প্রকাশে দেরি হচ্ছে হাতে গোনা পদ্ধতিতে গণনার কারণে। শুক্রবার দিবাগত রাত আড়াইটা পর্যন্ত ৫টি হলের তথ্যে এমন চিত্র পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটা পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন ও ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীর মধ্যে লড়াই চলছে। তবে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

জেনারেল সেক্রেটারি (জিএস) এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পুরুষ ও নারী পদে বেশ কয়েকটি হলে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্রার্থীরা।

সূত্র জানায়, শহীদ রফিক-জব্বার হলে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী ও শিবির সমর্থিত প্রার্থী সমান ১২৩ ভোট করে পেয়েছেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল পেয়েছেন ৫১ ভোট। এই হলে জিএস পদে শিবিরের মাজহার পেয়েছেন ২২৮ ভোট, বাগছাসের তৌহিদ সিয়াম পেয়েছেন ৪৯ ভোট। নারী এজিএস পদে শিবির সমর্থিত আয়েশা সিদ্দিকা মেঘলা পেয়েছেন ১৯৫ ভোট, যেখানে বাগছাস সমর্থিত মালিহা নামলাহ পেয়েছেন ৮২ ভোট।

১০ নম্বর হলে (সাবেক শেখ মুজিব হল) ভিপি পদে জিতু পেয়েছেন ১৭৫ ভোট, আরিফুল্লাহ আদিব পেয়েছেন ১৩০ ভোট। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে জিতু ৮৯ ভোট পেয়ে এগিয়ে আছেন, আদিবের ভোট ৮১। তবে মীর মশাররফ হোসেন হলে এগিয়ে গেছেন আদিব, তিনি পেয়েছেন ১১৫ ভোট, জিতু পেয়েছেন ১১০ ভোট। জিএস পদে এই হলে মাজহার ১৫৯ ভোট ও সিয়াম ৪০ ভোট পেয়েছেন। এজিএসে ফেরদৌস ১৪৭ ভোট পেয়ে এগিয়ে আছেন।

প্রীতিলতা হলে ভিপি পদে জিতু পেয়েছেন ৬৫ ভোট, আদিব ৪৭ এবং উজ্জ্বল ১৭ ভোট।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ। প্রায় ১২ হাজার ভোটারের মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। স্বয়ংক্রিয় গণনা পদ্ধতি না থাকায় ফলাফল প্রকাশে বিলম্ব ঘটছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা অব্যাহত ছিল।