জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন-ইসরাইল দ্বন্দ্ব নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে একটি প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন পেয়েছে। ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২টি দেশ, বিপক্ষে মাত্র ১০টি—এর মধ্যে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও রয়েছে। ভোটদানে বিরত ছিল ১২টি দেশ। খবর রয়টার্সের।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। প্রস্তাবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলা যেমন নিন্দা করা হয়েছে, তেমনি গাজায় ইসরাইলের নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ ও অনাহারকেও অমানবিক হিসেবে উল্লেখ করা হয়। ভয়াবহ মানবিক পরিস্থিতি বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
ঘোষণায় দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট ও সময়সীমা নির্ধারিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ইসরাইল এ প্রস্তাব প্রত্যাখ্যান করলেও জাতিসংঘ এর বাস্তবায়নে অনড়। প্রস্তাবের ফলে সন্তোষ প্রকাশ করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস।