জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। একই নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা। সূত্রের বরাতে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানা গেছে।
ভোট গ্রহণ শেষে প্রায় ৪০ ঘণ্টা ধরে ভোট গণনা চলে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে দীর্ঘ লাইনের কারণে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ অব্যাহত থাকে। পরবর্তীতে সিনেট হলে ব্যালট বাক্স নিয়ে ভোট গণনা শুরু হয় এবং শনিবার বিকেল ৫টার পর ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন ভোটারের মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ছিলেন ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী।
জাকসুর পাশাপাশি বিভিন্ন আবাসিক হলের নেতৃত্বেও নির্বাচিত হয়েছেন নতুন প্রতিনিধি। শহীদ রফিক-জব্বার হল, ২১ নম্বর ছাত্র হল, নজরুল ইসলাম হল, কামাল উদ্দিন হলসহ প্রতিটি হলে ভিপি, জিএস ও এজিএস পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। অনেক হলে কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।