টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুতেই ব্যাটিং ধসে পড়ে দলটি। পাওয়ার প্লেতে দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন শূন্য রানে আউট হয়ে ফিরে গেলে চাপ বাড়ে টাইগারদের ওপর। প্রথম দুই ওভার ছিল মেইডেন, ১৪তম বলে আসে প্রথম রান, আর বাউন্ডারি ২৮তম বলে।
তবে মাঝের ধসে জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারি দলকে টেনে নেন। ৬১ বলে ৮৬ রানের জুটি গড়ে তারা ইনিংসের গতি ফিরিয়ে আনেন। শেষ পর্যন্ত বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে তোলে ১৩৯ রান (৫ উইকেট হারিয়ে)। শামীম অপরাজিত ৪২ ও জাকের ৪১ রান করেন।
১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কারও শুরুটা ভালো হয়নি। মোস্তাফিজুর রহমানের বলে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দলটি। তবে ওপেনার পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারার দ্বিতীয় উইকেট জুটিতে ৫২ বলে ৯৫ রান আসে। নিশাঙ্কা ফিফটি তুলে আউট হলেও মিশারার ৩২ বলে অপরাজিত ৪৬ রানে সহজেই জয় পায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে দুই উইকেট নেন শেখ মাহেদি। বাকি একটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজ ও তানজিম। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ২ উইকেট।
৬ উইকেটের এই হারে বাংলাদেশের জন্য সুপার ফোরে ওঠার পথ জটিল হয়ে গেল। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি রানরেটের কঠিন সমীকরণ সামলাতে হবে টাইগারদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (শামীম ৪২*, জাকের ৪১*, লিটন ২৮; হাসারাঙ্গা ২/২৫, তুষারা ১/১৭, চামিরা ১/১৭)।
শ্রীলঙ্কা: ১৪.৪ ওভারে ১৪০/৪ (নিশাঙ্কা ৫০, মিশারা ৪৬*; মেহেদী ২/২৯, তানজিম ১/২৩, মোস্তাফিজ ১/৩৫)।
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কামিল মিশারা।