বাংলাদেশিসহ ইটালির লাম্পেদুসায় তিন দিনে পাঁচশ অভিবাসনপ্রত্যাশী

Bangladesh migrants in Italy

ইটালির দক্ষিণের দ্বীপ লাম্পেদুসায় সোমবার থেকে বুধবারের মধ্যে অন্তত বাংলাদেশিসহ পাঁচশ অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন। এই সময় উদ্ধার করা হয়েছে দুই অভিবাসনপ্রত্যাশীর মরদেহও।

সোমবার রাতে আট মিটার দীর্ঘ একটি নৌকা থেকে ৪৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে ইতালির ফিনান্সিয়াল গার্ড। ওই নৌকায় মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, গাম্বিয়া ও আলজেরিয়ার নাগরিকরা ছিলেন। সেখান থেকেই হাইড্রোকার্বন বিষক্রিয়ায় মারা যাওয়া দুই অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। অসুস্থ তিন জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার রাতে দ্বীপটিতে আসে আরও পাঁচটি নৌকা, যেগুলোতে ছিল অন্তত ৩০০ জন অভিবাসী। তাদের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সুদানের নাগরিক ছিলেন। নৌকায় এক শিশু ও এক সন্তানসম্ভবা নারীও ছিলেন। অভিবাসীরা জানান, তারা লিবিয়ার আবু কামাশ থেকে যাত্রা করেছেন।

সেদিন রাতে ফিনান্সিয়াল গার্ড পাঁচ মিটার দীর্ঘ আরেকটি নৌকা থেকে ১৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে, যাদের মধ্যে দুই জন হাইড্রোকার্বন বিষক্রিয়ায় আক্রান্ত ছিলেন। তাদের নৌকাটি টিউনিশিয়ার এল ওলগা থেকে যাত্রা করেছিল এবং যাত্রার জন্য প্রত্যেকে ১,২০০ ইউরো করে পরিশোধ করেছিলেন।

এছাড়া, আরও দুটি নৌকায় ১০৬ জন অভিবাসনপ্রত্যাশী লাম্পেদুসায় পৌঁছান। এর মধ্যে এক নৌকায় ৬৯ জন (বাংলাদেশ, মিশর ও সোমালিয়ার নাগরিক) লিবিয়ার হোমস থেকে রওনা হয়েছিলেন। অন্যটিতে ছিলেন ৩৭ জন আফগান, বাংলাদেশি, মিশরীয়, ইরিত্রিয়ান ও পাকিস্তানি নাগরিক।

বুধবার প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সমুদ্র থেকে ৭৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এক নৌকায় ছিলেন ২২ জন ইরিত্রিয়ান এবং অন্যটিতে ৫২ জন মিশর, সুদান, বাংলাদেশ ও সিরিয়ার নাগরিক।

গত শনি ও রোববারও ৮৪৭ জন অভিবাসী ১৫টি নৌকায় লাম্পেদুসায় পৌঁছেছিলেন। সব মিলিয়ে দ্বীপটির একমাত্র অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রে বর্তমানে ১,৪০০-রও বেশি অভিবাসী রয়েছেন, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার কারণে সিসিলিতে স্থানান্তর প্রক্রিয়া ধীর গতিতে চলছে। মঙ্গলবার সন্ধ্যায় ৩০০ জনকে পোর্তো এমপেডোকলে নেওয়ার পরও হটস্পটে রয়েছেন ১,৪২০ জন।